প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ- দেবেন?


কী পরবেন?

কী করবেন? 

কী পড়বেন?
এক ডজন পরামর্শ ও প্রশ্ন , একঝলক পড়ে নিন!


১-পোষাক- ভদ্র ও রুচিশীল, যা অাপনার ব্যক্তিত্বের সংগে মানানসই। মেয়েরা শাড়ি বা সালোয়ার যাই পরুন মেক আপ বাড়তি কিছু না করাই ভাল। তবে কোন পোশাক-ই অতিরিক্ত রঙচঙে বা খুব সাদামাঠা হবে না।
২-ঘরে অনুমতি নিয়ে ঢুকুন,বসতে না বলা পর্যন্ত বসবেন না।
৩- বসার পর প্রথমেই কুশল বিনিময় করুন- নমস্কার /গুড মরনিং বলে। এসময় সবার দিকে তাকান।
৪- উত্তর দেওয়ার সময় চোখে চোখ রেখে কথা বলুন
৫- যিনি প্রশ্ন করছেন। তার মুখের দিকে তাকিয়ে উত্তর দিন
৬-চেয়ারে বসে হাত টেবিলে কিংবা জোড়া করে রাখবেন না। হাত দুটি সাবলীল ভাবে রাখুন।
৭- পকেটে কলম ও একটা সাদা কাগজ রাখুন। দরকার হতে পারে।
৮-মোবাইল ফোন একেবারে হলের বাইরে রেখে আসুন, সাথে থাকলে মনোযোগ ব্যাহত হতে পারে।
৯- ইন্টারভিউয়ের ২-৩ দিন আগেই দরকারি কাগজ জেরক্স করে রাখুন,
১০- আয়নার সামনে প্রশ্নোত্তর অভ্যাস করুন, দেখবেন অনেকটা ভয় কেটে গেছে।
১১- কি কি প্রশ্ন হতে পারে মনে মনে কল্পনা করে লিখে রাখুন, ও তার উত্তর বলা অভ্যাস করুন।
১২- আপনার কোন জানা না থাকলে পরিস্কার বলুন। ইনিয়ে বিনিয়ে উল্টো পাল্টা বললে হিতে বিপরীত হবে।
----------কী পড়ে যাবেন?-------------------------
# আপনার স্নাতকের বিষয়কে আরেকবার খুঁটিয়ে পড়ুন।সেখান থেকে জানতে চাওয়াই স্বাভাবিক।
#আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন।introduce yourself.
# আপনি কেন শিক্ষক হতে চান?
# অন্য পেশার সংগে এই পেশার তফাত কোথায়?
# আপনার নামের বিশেষ কিছু অর্থ আছে?
# স্কুল ছুট শিশু বলতে কী বোঝেন? প্রতিকার কী?
# স্কুলশিক্ষা র ২টি বিশেষ প্রকল্প:ও স্কলারশিপ এর নাম।
# কন্যাশ্রী সম্পরকে কী জানেন?কোন বয়সের মেয়েরা পায়?
# মিশন নির্মল বাংলা কী?
# শিক্ষাশ্রী কারা পায়?
# পনপ্রথা সমর্থন করেন?
# পাশ- ফেল থাকা উচিত কীনা, আপনার মত?
# শিক্ষায় শাস্তি কি একদম-ই অনুচিত? মতামত কী
# অমনোযোগী ছাত্র কে কিভাবে সামলাবেন?
# আপনার শখ কী?
# আগে জনহিতকর কিছু কাজ করেছেন?
# দূরে চাকরি হলে করবেন কি না?
# ক্লাসকে কিভাবে আর্কষনীয় করবেন?
# অবসর সময়ে কী করেন?
# প্রিয় কবি ও লেখক কারা?সাম্প্রতিক কালে কার লেখা পড়েছেন?
# অনেকেই বলে মিড ডে মিল নাকি পঠন পাঠন ক্ষতি করছে? আপনার অভিমত কী?
# প্রাথমিক ও উচ্চ প্রাথমিকএর নতুন পাঠক্রম দেখেছেন?
# DPSC / DPEP/ SSM/RMSA/WBBPE -এর পুরোনাম কী?
# গ্লোবাল ওয়ার্মিং কী?
# পরিবেশ শিক্ষার প্রয়োজন কোথায়?

Thank you